ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা
eng
eng

মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles