Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের দুই কর্তা

রবিবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দুই ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস এবং ধর্মেন্দ্র শর্মা...
election_commission
election_commission

মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ, পরিমার্জন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দুই ডেপুটি নির্বাচন কমিশনার। রবিবার রাজ্যে আসছেন নীতেশ ব্যাস এবং ধর্মেন্দ্র শর্মা। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্য নির্বাচন কমিশনের (Lok Sabha Elections 2024) অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখবেন তাঁরা। এজন্য ডেকে পাঠানো হয়েছে জেলাশাসকদেরও।  

লোকসভা নির্বাচনের প্রস্তুতি

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই বাংলায় আসছেন তাঁরা। জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমশনের দুই ডেপুটি ইলেকশন কমিশনার। পরের দিন সকাল ৯টা থেকে ম্যারাথন বৈঠক করবেন তাঁরা। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলাশাসকরা। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) কাজ কতটা এগিয়েছে, কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, মূলত সেই সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে। আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জুলাই মাস থেকেই। ওই মাসেই রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে ইভিএম পরীক্ষার কাজও। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে সেই কাজ। কিছু দিন আগেই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ফল প্রকাশও হয়ে গিয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচনের তোড়জোড় 

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া থেকে ফল (Lok Sabha Elections 2024) প্রকাশ পর্যন্ত যেভাবে রাজনৈতিক হিংসায় রক্তাক্ত হয়েছে বাংলা, লোকসভা নির্বাচনে সেরকম যাতে না হয়, তাই কোনও ফাঁক-ফোকর রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। সাগরদিঘি নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ ও রক্তপাত বিহীন হয়েছে, সেইভাবেই সাধারণ নির্বাচন সম্পন্ন করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, কিছুদিন আগেই ৮০ হাজার ৯০৯টি বুথের উল্লেখ করে রাজ্যে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকদের চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। এক লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিটও খতিয়ে দেখবেন তাঁরা। পরীক্ষা করা হবে লাখ দেড়েক ভিভিপ্যাটও। এসব কাজের পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের কাজও চালানো হবে। 

আরও পড়ুুন: ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের, মোদিকে সাফ জানালেন হাসিনা

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles