CBI: এবার বেআইনি নজরদারি চালানোর অভিযোগে মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পথে সিবিআই

তদন্তকারী সংস্থা সূত্রে বলা হয়েছে, দিল্লির আম আদমি সরকারের অধীনে ‘ফিডব্যাক ইউনিট’ নামে একটি সেল আছে
sishodia
sishodia

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে চলেছে সিবিআই (CBI)। সূত্রের খবর ইতিমধ্যে সবুজ সংকেতও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির অন্দরের খবর প্রধানমন্ত্রীর অফিস দিল্লির উপ-রাজ্যপাল বিকে সাক্সেনার পাঠানো এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে। সাক্সেনার কাছে সিবিআই (CBI) এই মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল।
আপাতত সিসোদিয়ার বিরুদ্ধে দিল্লির মদনীতি কেন্দ্রীক অনিয়মের মামলার তদন্ত চলছে। সেই মামলায় তাঁকে আবারও তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, মদনীতি সংক্রান্ত অনিয়মের ঘটনায় মণীশই মূল অভিযুক্ত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবগারি নীতি তৈরি করা হয়েছিল যাতে ব্যবসায়ীরা উপরি লাভ করতে পারে। অভিযোগ, যে আপ সবসময় দুর্নিতীমুক্ত প্রশাসনের কথা বলে অতিরিক্ত লাভের একটি অংশ গিয়েছে তাদের নির্বাচনী তহবিলে।

সিসোদিয়ার বিরুদ্ধে নতুন কী অভিযোগ দায়ের করতে চলেছে সিবিআই (CBI)

তদন্তকারী সংস্থা সূত্রে বলা হয়েছে, দিল্লির আম আদমি সরকারের অধীনে ‘ফিডব্যাক ইউনিট’ নামে একটি সেল আছে। দিল্লি সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মের দিকে নজর রাখা, অভিযোগ থাকলে খতিয়ে দেখাই এই ইউনিটের কাজ বলে জানানো হয়। অথচ দিল্লির রাজ্যপালকে এর বিন্দু বিসর্গও জানানো হয়নি। কেন্দ্রীয় শাসিত অঞ্চল হওয়ার সুবাদে দিল্লির যাবতীয় প্রশাসনিক কাজ দেখভাল কেন্দ্র সরকারই করে থাকে।

কিন্তু সিবিআই (CBI) বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিশ্চিত হয়েছে, ওই ইউনিট রাজনৈতিক নেতা, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী-সহ প্রায় সাতশো জনের উপর নজরদারি চালিয়েছে, যা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। জানা গেছে, ফিডব্যাক ইউনিট এভাবে বেআইনি নজরদারি চালিয়েছিল ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি।
সিবিআইয়ের (CBI) দাবি, ওই ইউনিটটির কাজকর্ম নিয়মিত দেখভাল করে থাকেন মণীশ এবং তিনিই ঠিক করতেন কাদের উপর নজরদারি চালাতে হবে। শুধু বিরোধী দলের নেতা কর্মী নয়, নিজেদের দলের বিক্ষুব্ধ নেতাদের উপরেও নজরদারি চালাত এই ইউনিট।  ২০১৫-র শেষপ্রান্তে অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ফিডব্যাক ইউনিট চালুর সিদ্ধান্ত হয়। কিন্তু মন্ত্রিসভায় এজন্য কোনও নোট পেশ করা হয়নি। মৌখিকভাবে জানিয়ে প্রস্তাবটি পাশ করিয়ে নেওয়া হয়। এটাও বেনিয়ম বলছে সিবিআই (CBI)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles