Union Budget: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

২০২১ সালে সীতারামন বাজেট পেশ করেন ট্যাবলেটে, মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার...
nirmala
nirmala

মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারি শুরু বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে এবারই তিনি পেশ করবেন শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই ওই বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না, হবে ভোট অন অ্যাকাউন্ট। অর্থমন্ত্রী হিসেবে এবার পঞ্চম পূর্ণাঙ্গ বাজেটে পেশ করবেন মোদি সরকারের অর্থমন্ত্রী সীতারামন। ২০১৯ সালে সীতারামন প্রথম বাজেট পেশ করেন। এতদিন বাজেট পেশ করা হত বাজেট- ব্রিফকেসে। সীতারামন বাজেট পেশ করলেন বহি-খাতায়। যা গোটা দেশবাসীর নজর কাড়ে। ২০২১ সালে সীতারামন বাজেট পেশ করেন ট্যাবলেটে, মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানে উদ্বুদ্ধ হয়ে।

বাজেট...

বাজেট পেশ করার আগে প্রথা মেনে বাজেট (Union Budget) বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী। এই বাজেট বক্তৃতার দুটি অংশ। একটি পার্ট এ, অন্যটি পার্ট বি। বাজেট বক্তৃতার পার্ট এ অংশে অর্থমন্ত্রী বলবেন গত ও বর্তমান অর্থবর্ষ সম্পর্কে। সরকারের আয়-ব্যয় সম্পর্কে জানাবেন। সরকার কোন কোন ক্ষেত্রগুলিকে অগ্রাধিকারের তালিকায় রাখছে, সে সম্পর্কেও জানাবেন। সরকার ট্যাক্স বাবদ কত আয় করল, ধারই বা করল কত, তাও জানাবেন। প্রতিটি মন্ত্রকের ব্যয়ও জানাবেন।

বাজেটের পার্ট বি অংশে তিনি আলোকপাত করবেন আগামী অর্থবর্ষে সরকারের ট্যাক্স-প্রস্তাবের ওপর। বক্তৃতার এই অংশে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে সরকারের অগ্রগতি সম্পর্কেও আলোকপাত করবেন। সরকারের ভবিষ্যৎ নীতি সম্পর্কেও দিক নির্দেশ করবেন। ট্যাক্সেসান সম্পর্কে সরকারের প্রস্তাব ব্যাখ্যা করবেন। বাজেট বক্তৃতার একেবারে শেষে কেন্দ্রীয়  অর্থমন্ত্রী বলবেন অ্যানুয়েল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে।      

২০২০ সালে দীর্ঘ সময় ধরে বাজেট (Union Budget) বক্তৃতা দিয়েছিলেন নির্মলা সীতারামন। সেবার তিনি বলেছিলেন দু ঘণ্টা ৪২ মিনিট। বাজেটের দুটো পাতা না পড়েই সেবার বক্তৃতা শেষ করেছিলেন তিনি। এর আগের বাজেট বক্তৃতা দিতে গিয়ে সীতারামন সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১৭ মিনিট। ২০২২ সালে তিনি বক্তৃতা দিয়েছিলেন মাত্র ১ ঘণ্টা ৩১ মিনিট।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles