মাধ্যম নিউজ ডেস্ক: শীতে কাঁপছে গোটা দেশ। রাজ্যেও পড়েছে প্রবল শীত (West Bengal Weather)। কিন্তু এই কাঁপুনি আর বেশি দিনের নয়। সপ্তাহের শেষেই কমবে শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে কনকনে শীতে কেঁপেছে গোটা রাজ্য। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষেই উধাও হচ্ছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (West Bengal Weather) ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি।
তবে উত্তরবঙ্গের চিত্র অনেকটাই আলাদা। শীতে কাঁপছে ধূপগুড়ি-সহ পুরো ডুয়ার্স এলাকায় (West Bengal Weather)। পারদ পতন হয়েছে প্রায় ৬ ডিগ্রি। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা কুয়াশাচ্ছন্ন। জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে সকালে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। কুয়াশা তো আছেই, তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। সব থেকে বেশি কুয়াশা দেখা গিয়েছে ভুটান পাহাড় সংলগ্ন এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকায়।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
তবে, আগামী ৪ দিনে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার (West Bengal Weather) পারদ। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা (West Bengal Weather) নেই। উত্তুরে হাওয়ার দাপট খানিকটা কমবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১০২ জনের চাকরি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের, আজ নয়া নিয়োগ ৫১ জনকে
এদিকে ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী (West Bengal Weather)। ২৩ বছরে এই নিয়ে তৃতীয়বার এমন পারদ পতন। বছরের শুরুতে এত সময় ধরে শৈত্যপ্রবাহও গত দশ বছরেও দেখা যায়নি বলে জানিয়ে হাওয়া অফিস। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ কাবু হয়ে রয়েছে। বুধবার থেকে কুয়াশার মাত্রাও বাড়তে পারে।
+ There are no comments
Add yours