মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা বিলাস (Ganga Vilas)। বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী। আগামী ১৩ জানুয়ারি এই প্রমোদতরীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসী থেকে ভায়া বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে এই প্রমোদতরী। পুরো যাত্রাপথ পেরতে সময় লাগবে ৫০ দিন। এই সময় সীমায় বিলাসবহুল জাহাজটি অতিক্রম করবে প্রায় ৪ হাজার কিলোমিটার রাস্তা। যাত্রাপথে বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থামবে এই বিলাসবহুল জাহাজ। সূত্রের খবর, বিভিন্ন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পেরিয়ে যাবে এই জাহাজ।
গঙ্গা বিলাস...
জানা গিয়েছে, বিলাসবহুল এই জাহাজ যাত্রা শুরু করবে বারাণসী থেকে। গাজিপুর, বক্সার পেরিয়ে পাটনা হয়ে ক্রুজ (Ganga Vilas) পৌঁছবে কলকাতায়। বাংলাদেশের নদীগুলি পেরতে এই প্রমোদতরীর সময় লাগবে ১৫ দিন। তারপর ফের গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। সেখান থেকে পৌঁছবে ডিব্রুগড়ে। যাত্রা পথে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো বিরাট নদী পার হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিদাস ঘাটের জেটি থেকে এই বিলাসবহুল জাহাজের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ৫০ দিনে সব মিলিয়ে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই জাহাজ।
আরও পড়ুুন: প্রতিশোধের আগুন! ধর্ষণ করল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল দিল্লির এক কিশোরী
যাত্রাপথে ৫০টিরও বেশি জায়গায় থামবে এই প্রমোদতরী (Ganga Vilas)। এই জায়গাগুলির মধ্যে থাকবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যও পার হবে এই জাহাজ। এর মধ্যে রয়েছে সুন্দরবন ব-দ্বীপ ও কাজিরাঙা জাতীয় উদ্যানও। ক্রুজে যাত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। গান শোনানোর ব্যবস্থা থাকবে, থাকবে সাংস্কৃতিক নানা প্রোগ্রামের আয়োজনও। বিলাসবহুল এই জাহাজেই মিলবে জিম, স্পায়ের সুযোগ। জাহাজের ডেকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে নদীর দু পারের সৌন্দর্য।
অসমের (Assam) প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমোদতরীর একটি ইনফো-ভিডিও শেয়ার করেছিলেন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে। তিনি লিখেছিলেন, বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী যাত্রা শুরু করবে নতুন বছরের জানুয়ারিতে। গঙ্গা বিলাস যাত্রা শুরু করবে পবিত্র বারাণসী থেকে। ভায়া বাংলাদেশ হয়ে যাবে ডিব্রুগড়। ৪ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো দীর্ঘ নদী পার হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours