Rishabh Pant: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?

৩০ ডিসেম্বর ভোরবেলায় ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
pant_accident
pant_accident

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন এই ভারতীয় ব্যাটার। গুরুতরভাবে আহত তিনি। রয়েছে শরীরের বিভিন্ন অংশে চোট। একাধিক অস্ত্রোপচার করা হয়েছে তাঁর শরীরে। তবে এর মাঝেও রয়েছে বেশ কিছু আশার খবর। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে ঋষভকে। ঋষভের পরিবারের বক্তব্য, অত্যধিক ভিড়ের কারণে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না পন্থ। হাসপাতালের চিকিৎসকরাও এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে একমত। প্রসঙ্গত, হাসপাতালে তরুণ ক্রিকেটারকে অনেকেই দেখতে আসছেন। আর সেই কারণেই এমনটা মনে করছে পন্থ পরিবার।

ভয়াবহ দুর্ঘটনার কবলে পন্থ   

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোরবেলায় ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন থেকে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, "আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে পন্থকে। প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁকে কেবিনে রেখেই চিকিৎসা করা হবে।”  

ক্রিকেটারের দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা প্রবল। তাছাড়া সকলের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্রামেও ঘাটতি হচ্ছে। বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন চিকিৎসকরাও। দেরাদুনের হাসপাতালের এক চিকিৎসক বলেন, "এখন ঋষভের বিশ্রাম দরকার। দুর্ঘটনায় চোট পেয়ে এখনও যন্ত্রণা রয়েছে ওর। তার মধ্যেই ওকে দেখতে আসা সকলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাতে ওর শক্তিক্ষয় হচ্ছে। তার ফলে সুস্থ হতে অনেক বেশি সময় লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, এখন ঋষভের সঙ্গে দেখা করার পরিকল্পনা বাতিল করুন।"

আরও পড়ুন: ক্ষমা চান রাহুল গান্ধী! নোটবন্দি নিয়ে সুপ্রিম রায়ের পর কংগ্রেসকে কটাক্ষ রবি শঙ্কর প্রসাদের   

অনিল কাপুর, অনুপম খের, নীতীশ রানা থেকে শুরু করে বিনোদন এবং ক্রীড়া জগতের বহু জনপ্রিয় ব্যক্তিত্ব পন্থের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। পন্থের সঙ্গে দেখা করতে যান,  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভিজিটিং টাইম না থাকা সত্বেও আহত ক্রিকেটারকে দেখতে আসছেন সকলে। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার ওপর নজর রাখছে বিসিসিআই।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles