Pele: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

Pele: বিশেষ বার্তা এমবাপে ও মরক্কোকে...
pele_messi_embape
pele_messi_embape

মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup Final 2022) ফাইনাল এক অবিস্মরণীয় ম্যাচ! ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে দিয়েছে এইবারের ফাইনালের ম্যাচ। মেসির দুর্ধর্ষ পারফরমেন্সে মুগ্ধ হয়ে চারিদিক দিক থেকে ধেয়ে আসছে প্রশংসা। অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি। আর এবারের এই দুর্দান্ত বিশ্বকাপ ফাইনালের জন্য মেসি ও এমবাপেকে অভিনন্দন জানালেন 'ফুটবল সম্রাট' পেলে (Pele)। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় পেলে জানিয়ে দেন, বিশ্বকাপ জেতার জন্য মেসির আর্জেন্টিনাই যোগ্য। আবার তিনি এমবাপেরও প্রশংসা করেছেন।

পেলে ইনস্টাগ্রামে কী বললেন?

শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলে (Pele) হাসপাতালে ভর্তি। কিন্তু তিনি সেখান থেকেই বিশ্বকাপের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গিয়েছেন। বিশ্বকাপে খেলার আগে নেইমারের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছিলেন পেলে। আর এবারে, ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ট্রফি জেতার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পেলে লিখেছেন, “সবসময়ের মত রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটি যেন তাঁরই জন্য প্রাপ্য ছিল।”

আরও পড়ুন: 'রোমাঞ্চকর ম্যাচ'! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

মেসির পাশাপাশি এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন পেলে (Pele)। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু এমবাপে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলার ভবিষ্যতের জন্য এটি একটি উপহার ছিল। এক কথায় অসাধারণ।”  

আবার তিনি (Pele) তাঁর পোস্টে মরক্কোর কথাও উল্লেখ করেছেন। মরক্কো কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু তাঁদের আর ফাইনালে উঠে আসা হয়নি। কিন্তু মরক্কোর বিষয়েও বিশেষ বার্তা দিয়েছে পেলে। তিনি বলেছেন, “এই অবিশ্বাস্য অভিযানের জন্য মরক্কো কে অভিনন্দন না জানিয়ে পারলাম না আমি, আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।”

[insta]https://www.instagram.com/p/CmUqLGguD6_/?utm_source=ig_web_copy_link[/insta]

আবার তিনি (Pele) শেষে দিয়েগো মারাদোনার প্রসঙ্গ এনে বলেন, “আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই দিয়েগো এখন হাসছেন।” উল্লেখ্য, ২০০০ সালে প্রয়াত হন 'ফুটবলের রাজপুত্র' দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। আর এরপর দীর্ঘ ৩৬ বছর পর খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনাকে ফের ট্রফি এনে দিলেন মেসিরা (Lionel Messi)। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles