মাধ্যম নিউজ ডেস্ক: মোষ চুরির মামলায় ঘুষ নিচ্ছিলেন এক পুলিশকর্মী (Police Bribery)। আর ঘুষের টাকা নেওয়ার সময়েই ভিজিল্যান্স অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়লেন তিনি। এরপর প্রমাণ লোপাট করতে এমন এক কাণ্ড করে বসলেন ওই পুলিশকর্মী, যা দেখে হতবাক নেটিজেনরা। ভিজিল্যান্স অফিসারদের হাতে ধরা পড়তেই সেই টাকা ঢুকিয়ে দিলেন মুখে এবং টাকা গিলে ফেলারও চেষ্টা করলেন তিনি। যদিও সঙ্গে সঙ্গে সেই পুলিশ আধিকারিকের মুখে আঙুল ঢুকিয়ে টাকা বের নেয় ভিজিল্যান্স অফিসাররা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।
@HaryanaPolice27 cop caught red handed taking bribe at Faridabad. swallows bribe money @cmohry pic.twitter.com/bjEYYrr4LQ
— Sushil Manav (@sushilmanav) December 13, 2022
ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা পুলিশকর্মীর
সূত্রের খবর অনুযায়ী, সেই পুলিশকর্মীর নাম মহেন্দ্র উলা। তিনি হরিয়ানা পুলিশে সাব-ইন্সপেক্টর পদে রয়েছেন। অভিযোগ উঠেছে, একটি মোষ চুরির মামলায় ঘুষ নিচ্ছিলেন তিনি। সেই মোষ মালিক শম্ভু নাথকে মহেন্দ্র উলা বলেছিলেন, ১০ হাজার টাকা দিলেই তাঁর মামলার তদন্ত করা হবে। সেই কথা মত মহেন্দ্রকে প্রথমে ৬০০০ টাকা দিয়েও দিয়েছিলেন শম্ভু। পরে ৪০০০ টাকা দেওয়ার কথাও ভেবেছিলেন শম্ভু নাথ। কিন্তু পরে তিনি এই বিষয়ে ভিজিল্যান্স অফিসারদের কাছে ওই পুলিশকর্মীর নামে অভিযোগ (Police Bribery) করে দেন। এরপর সেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতেন অফিসাররা। সেই বাকি টাকা দেওয়ার নাম করে হাতেনাতে ধরে ফেলে অফিসাররা। আর তারপরেই করে বসে অদ্ভুত কাণ্ড। সেই টাকা মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করেন মহেন্দ্র উলা।
ভিজিল্যান্স অফিসারও এখানে থেমে থাকেনি। সাব ইন্সপেক্টরটির মুখে আঙ্গুল ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সেই টাকা বের করে আনেন তাঁরা। নিজেকে বাঁচাতে ভিজিল্যান্স আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তিনি। তবে টাকা উদ্ধার হতেই অভিযুক্ত মহেন্দ্রকে গ্রেফতার করেন ভিজিল্যান্স আধিকারিকরা (Police Bribery)।
এদিকে, ইতিমধ্যেই এই পুরো ঘটনাটির ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায়, একজন পুলিশ অফিসারের এহেন কাণ্ডকারখানা দেখে সকলেরই চক্ষু চড়কগাছ।
+ There are no comments
Add yours