মাধ্যম নিউজ ডেস্ক: বড় পরিবর্তন আসতে চলেছে ভারতীয় শিক্ষানীতিতে। পরিবর্তিত শিক্ষানীতিতে, পিএইচডি করার জন্যে আর মাস্টার্স বাধ্যতামূলক থাকবে না। চার বছরের স্নাতক কোর্সের পরেই যোগ দেওয়া যাবে গবেষণার কোর্সে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, চার বছরের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা সরাসরি পিএইচডি করতে পারবেন। তাদের স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না।
চার বছরের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (এফওয়াইইউপি) সুবিধার কথা জানিয়ে এম জগদেশ কুমার (UGC) বলেন, "প্রথম সুবিধা হল পিএইচডি প্রোগ্রামে যোগদানের জন্য তাদের স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন নেই। তারা এর জন্য একটি সিঙ্গেল বা ডাবল মেজরও নিতে পারে।"
ইউজিসি (UGC) চেয়ারম্যান এম জগদেশ কুমার এও জানিয়েছেন যে, চার বছরের স্নাতক প্রোগ্রাম সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিন বছরের স্নাতক কোর্সটি বন্ধ করা হবে না। তিনি আরও বলেন যে বিশ্ববিদ্যালয়গুলিতে তিন বা চার বছরের প্রোগ্রামের (এফওয়াইউপি) মধ্যে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে পড়ুয়াদের। বুধবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলির জন্য অনার্স ডিগ্রির চার বছরের প্যাটার্নে স্থানান্তর করা বাধ্যতামূলক হবে কি না। ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলির সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
কী সেই নতুন নিয়ম?
সম্প্রতি অনার্স ডিগ্রি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। নতুন শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে অনার্স ডিগ্রির নিয়ম। এতদিন পর্যন্ত অনার্স কোর্সের মেয়াদ ছিল তিন বছর। নতুন শিক্ষবর্ষ থেকে তিন বছরের বদলে চার বছর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়াও তৈরি করেছে তারা।
কমিশন সূত্রে জানা গিয়েছে, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ‘কারিক্যুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস’ নামে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নতুন নিয়মের কথা ঘোষণা করবে।
খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, ৩ বছরে স্নাতক হতে গেলে শিক্ষার্থীকে ১২০ ক্রেডিট পয়েন্ট লাভ করতে হবে। অন্য দিকে, ৪ বছরে স্নাতক হতে গেলে শিক্ষার্থীর ১৬০ ক্রেডিট পয়েন্ট প্রয়োজন। খসড়া প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া ভবিষ্যতে গবেষণা করতে চান, তবে তাদের চার বছরের স্নাতক ডিগ্রি (UGC) চলাকালীনই রিসার্চ প্রজেক্ট বেছে নিতে হবে। এতে তারা কোর্সের মেয়াদ শেষে রিসার্চ স্পেশালাইজেশনের সঙ্গে স্নাতক ডিগ্রি পাবেন।
বর্তমানে যারা ‘চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে’ তিন বছরের অনার্স ডিগ্রিতে ভর্তি হয়েছেন এবং পড়াশোনা করছেন, তাঁরা চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিতে পড়ার জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের (UGC) তরফে অফলাইন ও অনলাইনে ক্লাস সহ একাধিক পদ্ধতিতে দুই কোর্সকে মিলিত করে দেওয়া হতে পারে।
আবার এই নতুন নিয়মের প্রস্তাবে পড়ুয়াদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যেমন-ইউজিসি-এর (UGC) তরফে জানানো হয়েছে, চার বছরের অনার্স কোর্স পড়ার মাঝে কোনও পড়ুয়া যদি পড়াশোনা ছেড়ে দেন ও তবে তিনি পরে আবার তা শুরু করার সুযোগ পাবেন। তবে অনার্স কোর্স ছেড়ে যাওয়ার তিন বছরের মধ্যে তা শুরু করতে হবে। আবার কোর্সটি শেষ করার জন্য পড়ুয়া ৭ বছর সময় পাবেন।
এছাড়াও পড়ুয়ারা চাইলে দ্বিতীয় সেমেস্টারে নিজেদের স্নাতক ডিগ্রির মূল বিষয় পরিবর্তন করার সুযোগ পাবেন। কোনও পড়ুয়া চাইলে একসঙ্গে দুটি বিষয় নিয়েও স্নাতক স্তরে পড়াশোনা করতে পারবেন। স্নাতক ডিগ্রির জন্য পড়ুয়াদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে।
খসড়া প্রস্তাবে (UGC) বিভিন্ন শাখা, অন্যান্য কোর্স ও তার নিয়ম নিয়েও উল্লেখ করা হয়েছে। ভাষার কোর্স, পরিবেশ শিক্ষা, ডিজিটাল ও প্রযুক্তিগত সমাধান, স্বাস্থ্য, যোগশিক্ষা, ক্রীড়া ও শরীরচর্চা নিয়েও কোর্সের প্রস্তাব দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours