ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ডিসেম্বর
ITBP-job-Alert-1
ITBP-job-Alert-1

মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা দেশের জন্য কাজ করতে চান তাঁদের জন্যে সুখবর। কর্মী নিয়োগ করছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই জারি করা হয়েছে। কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ হবে।

 শূন্যপদ 

আইটিবিপি কনস্টেবল নিয়োগ ২০২২ সব পদ মিলিয়ে এখানে মোট শুন্য পদ ২৯৩ টি। হেড কনস্টেবল ১২৬টি। কনস্টেবল ১৬৭টি।

আরও পড়ুন: ‘শান্তিকুঞ্জে’র সামনে 'অশান্তি' তৃণমূলের, সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

যোগ্যতা 

মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। সাথে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য দ্বাদশ পাশ করতে হবে। সঙ্গে, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আইটিবিপি কনস্টেবল নিয়োগ অনলাইন আবেদন, বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত সহ আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করতে পারবেন আইটিবিপি কনস্টেবল পদে।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

বয়স সীমা

আইটিবিপি কনস্টেবল পদে চাকরি ২০২২ আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে।

আরও পড়ুন: বাংলায় গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে, মুখ্যমন্ত্রীর 'আবেদনে'র প্রেক্ষিতে পাল্টা দিলেন রিজিজু 
 
নির্বাচন প্রক্রিয়া

আইটিবিপি কনস্টেবল নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in থেকে।
আইটিবিপি কনস্টেবল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles