মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশ এখন আলোর উৎসবে মেতে রয়েছে। যখন প্রতিটি উৎসব উদযাপন করে দেশবাসী তখন অতন্ত পাহাড়ায় রয়েছেন দেশের সেনা জওয়ানরা। তাঁদের জন্যেই নিশ্চিন্তে পালিত হয় দেশের সব উৎসব। তাই এবছর দেশের সেনা জওয়ানদের সঙ্গে রজৌরিতে দীপাবলি উদযাপন করলেন সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)।
জানা গিয়েছে, নৌসেরা সেক্টরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিডিএস। প্রসঙ্গত, যে শহিদরা দেশের জন্য আত্মত্যাগ করে দেশকে গর্বিত করেছেন ভারতের সেই বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে কমান্ডারদের সঙ্গে কথাও বলেন ভারতীয় সেনার সিডিএস অনিল চৌহান। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে এবার শীত পড়তে চলেছে। ফলে সচেতনতা জরুরি। সেই নিরিখে, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে সেনা কম্যান্ডারদের সঙ্গে কথা বলেন সিডিএস।
আরও পড়ুন: তৃণমূলের হতাশা এবং নিরাপত্তাহীনতা স্পষ্ট, বৈঠক প্রসঙ্গে রাজু বিস্তা
এদিকে সোমবার পাঠানকোটে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) কর্মীদের সাথে দীপাবলি উদযাপন করলেন শহীদ সেনা জওয়ানদের পরিবারের লোকজন। শহীদ সৈনিক সুরক্ষা পরিষদের সদস্যরাও পাঠানকোটে কর্তব্যরত সৈন্যদের সঙ্গে এবং কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন।
'শহীদ সৈনিক সুরক্ষা পরিষদ'-এর রবীন্দ্র বিকি বলেন, "দীপাবলির সময় সেনাদের মনের অবস্থা কেমন থাকে তা আমরা জানি। সবাই যখন তাদের পরিবারের সঙ্গে উতসব উদযাপন করছে, তখন তাঁরা সীমান্তে রয়েছেন। আমরা এখানে এসেছি যাতে তাঁরা কোনওভাবেই তাঁদের পরিবারকে মিস না করেন।"
সেনারা জানিয়েছেন পরিষদের কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করে তাঁরা খুশি।
Punjab | Families of soldiers, who lost their lives in the line of duty, celebrated #Diwali with BSF personnel in Pathankot, earlier today pic.twitter.com/bNCgY0R13q
— ANI (@ANI) October 24, 2022
+ There are no comments
Add yours