মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ ঘিরেও ছিল টানটান উত্তেজনা। আজ এক ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) মূলপর্বে উঠে এই প্রথমবার কোনও ম্যাচ জিতল শাকিব আলা হাসানের দল। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল বাংলাদেশ। টানা চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল বাংলা টাইগার্সরা। এদিন ৯ রানে ডাচদের হারাল বাংলাদেশ। ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে শাকিব আল হাসানের দল। এর উত্তরে ১৩৫ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। তবে আজকের ম্যাচের সেরা ছিল তাসকিন আহমেদ।
আজকের ম্যাচে (T-20 World Cup) প্রথমেই টসে হেরে ব্যাট করতে নেমে তেমন কোনও রান করতে পারেনি বাংলাদেশ। আট উইকেটে ১৪৪ রান তোলে তারা। তবে পরে বোলিং করে সেই খামতিটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে তাঁরা। আর এই জয়ের ক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব রয়েছে তাসকিনের। আজকের ম্যাচে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজিমুল হোসেন। প্রথম ওভারে ২টি চার মারেন সৌম্য। ওভারে মোট ১২ রান ওঠে। ৯ রান করেছেন সৌম্য। জুটিতে মোট ৪৩ রান করেন তাঁরা। অন্যদিকে, অধিনায়ক শাকি আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা বড় রান করতে ব্যর্থ হন। লিটন দাস ও অধিনায়ক শাকিব আল হাসান যথাক্রমে ৯ ও ৭ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া ২৫ রান করেন নাজিমুল ও ২০ রান করেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানই করতে সক্ষম হয় শাকিব আল হাসানের দল।
আরও পড়ুন: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা
এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ২ বলেই পরপর ২ উইকেট নিয়ে নেন তাসকিন। এবং এরপরেও আরও দুই উইকেট হারান তাসকিনের জন্যই। দলের হয়ে অর্ধশতরান করেন কলিন আকারম্যান। ৬২ রানের ইনিংস খেললেও তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি। ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের রানের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষ দলের ১৩৫ রানে আউট হন মিকেন। আর ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। তবে আজ তাসকিন বল হাতে দুরন্ত থাকলেও ব্যাটারদের ব্যাটিং নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে ২৭ অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে (T-20 World Cup) । আর নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে খেলবে।
+ There are no comments
Add yours