মাধ্যম নিউজ ডেস্ক: সিত্রাং ঘূর্ণিঝড় নিয়ে ক্রমাগত আশঙ্কা বাড়ছে রাজ্যবাসীর মনে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় এটি দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ এবং শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরেই এটি ঘূর্ণিঝড় সিত্রাং- এ পরিণত হবে বলে অনুমান মৌসম ভবনের। তার গতিপ্রকৃতি কোন দিকে হবে, তা নজর রাখা হচ্ছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। কারণ জেলায় জেলায় কালীপুজোর বড় বড় প্যান্ডেল হয়েছে। কোনও কারণে যদি দমকা হাওয়া বওয়া শুরু করে, সেক্ষেত্রে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই পুজোকর্তাদের আগেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।
আরও পড়ুন: ভোটের আগেই মাত কংগ্রেসকে! হিমাচল প্রদেশে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘ইতিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে। ২২ তারিখ নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা থেকে বোঝা যাবে বাংলায় এর প্রভাব কতটা পড়বে।’’
ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলালেও কালীপুজোয় দুর্যোগের আশঙ্কা যাচ্ছে না। দীপাবলিতে ঝকঝকে আকাশ থাকার সম্ভাবনা বেশ কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হবে অন্ধ্র উপকূলের কাছে। অন্ধ্র উপকূলে থাকা সিত্রাং যদি বাংলার দিকে ধেয়ে আসে সেক্ষেত্রে কালীপুজোয় প্রবল ঝড়-বৃষ্টি হবে রাজ্যে। একদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা, পাশাপাশি সেই সময় ভরা অমাবস্যা। ফলে ভরা কটাল এবং ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকী চাষবাসেও ব্যাপক ক্ষতি হতে পারে।
যদিও এর অভিমুখ কোন দিকে হবে সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানাননি আবহবিদরা। এই সাইক্লোন এর প্রভাব ২৩ অক্টোবর থেকে বুঝতে পারা যাবে বলে জানা গিয়েছে৷ কালীপুজোর আগে ফের এমন সাইক্লোনের আশঙ্কা নতুন করে ভাবিয়ে তুলছে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা অর্থাৎ দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র উপকূলে। আরব সাগরের এই ঘূর্ণাবর্তের দুটি অক্ষরেখা। একটি রয়েছে উত্তর আন্দামান সাগর থেকে তামিলনাডু উপকূল পর্যন্ত, অন্যটি আরব সাগর উপকূল বরাবর, কেরল থেকে মহারাষ্ট্র উপকূলে বিস্তৃত।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ফের নব্বই এর কোঠা ছুঁয়েছে। শীত শীত ভাব আপাতত নেই। কাল দিনের তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস । কাল রাতের তাপমাত্রা যদিও রাতারাতি ২ ডিগ্রি বেড়ে হল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কাল ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
+ There are no comments
Add yours