মাধ্যম নিউজ ডেস্ক: দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক (Chief Of Defence Staff ) বা সিডিএস (CDS) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান (Retd Lt General Anil Chauhan)। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রয়াত জেনারেল বিপিন রাওয়তের (General Bipin Rawat) উত্তরসূরি হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। শুধু সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফই নয়, অনিল চৌহানের দায়িত্বের মধ্যে থাকবে কেন্দ্রীয় সচিব পর্যায়ের কাজ ও সেনা স্তরীয় কাজ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেল ভারত।
আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর, আরও তিনমাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের
ভারতীয় সেনায় (Indian Army) ১১ গোরখা রাইফেলসের (11 Gorkha Rifles) সদস্য ছিলেন অনিল চৌহান। বহু বছর নর্দার্ন কমান্ডের বারামুলা সেক্টরে কর্মরত ছিলেন তিনি। ফলে কাশ্মীর সম্পর্কে তাঁর ধারণা যথেষ্ট ভাল। তাঁর ৪০ বছরের কেরিয়ারে কাশ্মীরই শুধু নয়, উত্তর পূর্বের অনুপ্রবেশ ঠেকানোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল চৌহান ২০২১ সালের মে মাসে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের (General Officer Commanding-in-Chief, Eastern Command) পদ থেকে অবসর নিয়েছিলেন। ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণকারী অনিল চৌহান এককালে দেরাদুনের ইন্ডিয়ান মিললিটারি অ্যাকাডেমি (IMA), ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (NDA) ছিলেন। এছাড়াও ভারতীয় সেনায় স্টাফ নিয়োগের ক্ষেত্রেও তিনি বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের প্রতিরক্ষা ইস্যুর ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ নাম হয়ে উঠতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: দুয়ারে রেশন প্রকল্প অবৈধ, সাফ জানাল হাইকোর্ট
২০২০ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর। তারপর থেকে ভারতের সামরিক বাহিনীর এই সর্বোচ্চ পদটি ফাঁকাই ছিল। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা-- এই তিন পরিষেবার মধ্যে সামঞ্জস্য নিয়ে আসার জন্যই এই নতুন পদটি তৈরি করা হয়েছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours