মাধ্যম নিউজ ডেস্ক: পিছিয়ে গেল ইউজিসি নেট (UGC-NET) পরীক্ষার দ্বিতীয় পর্ব। সোমবার (৮ অগস্ট) পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, "পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অগাস্টে নেটের দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে না। বদলে এই পরীক্ষা নেওয়া হবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এর আগে ১২ থেকে ১৪ অগস্টের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।"
আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি
এদিন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (UGC Chairman M Jagdesh Kumar) ট্যুইটে লেখেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গত ২০২২ সালের ৯, ১১ এবং ১২ জুলাই, সারা দেশের ২২৫টি শহরের ৩১০টি পরীক্ষা কেন্দ্রে ৩৩টি বিষয়ের একত্রিতভাবে ইউজিসি-নেট প্রথম পর্বের পরীক্ষা নিয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা আগে ২০২২ সালের ১২, ১৩ এবং ১৪ অগাস্টে হওয়ার কথা ছিল। তবে, এখন ইউজিসি-নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২-এর একত্রিত চূড়ান্ত পর্বের পরীক্ষা ২০২২ সালের ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে নির্ধারণ করা হয়েছে। ৬৪টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা।”
The National Testing Agency (NTA) conducted the Phase I of UGC-NET December 2021 and June 2022 (Merged Cycles) Examination on 09, 11, and 12 July 2022 for 33 Subjects in 310 Examination Centres located in 225 Cities across the Country.
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) August 8, 2022
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির
কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
- ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে ইউজিসি নেটের সরকারি ওয়েবসাইট, ugcnet.nta.nic.in -এ যান।
- হোম পেজের নিচের দিকে ‘ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটিস’ বলে একটি বিভাগ রয়েছে, তার মধ্যে থাকা ইউজিসি নেট অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে ক্লিক করুন।
- এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করুন। তাহলেই ইউসিজি নেট ২০২২-এর অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে।
- সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্টআউট নিয়ে রাখুন।
+ There are no comments
Add yours