মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক টেট-দুর্নীতি (TET Scam) মামলায় শহর (Kolkata) জুড়ে তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। প্রাথমিক শিক্ষা পর্ষদ, সচিব, অপসারিত সভাপতির বাড়িতে চলল সিবিআই তল্লাশি। টেট-দুর্নীতি মামলার তদন্তে শহরের অন্তত ৬টি জায়গায় ৫০-৬০ জন অফিসার মিলে অভিযান চালায়। অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও হানা দেয় সিবিআই। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যের ২টি বাড়িতে চলে সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও গিয়েছে সিবিআই। সাড়ে ৪ ঘণ্টা ধরে সল্টলেকে (Saltlake) প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: দলীয় কোন্দলের জের, আরামবাগে যুবর মারে জখম তৃণমূল নেতা
সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়িতে বৃহস্পতিবার ১০ জনের একটি দল তল্লাশি চালায়। মানিকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত ২১ জুন টেট দুর্নীতি মামলার শুনানি চলাকালীন মানিককে দু’সপ্তাহের মধ্যে গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মানিক। এখন সেই মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর, দাবি এনআইএ তদন্তেরও
এদিন বাগদার (Bagda) তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। TET দুর্নীতির তদন্তেই অভিযুক্ত চন্দন মণ্ডলের (Chandan Mandal) বাড়িতে আসে CBI-এর ৬ জনের একটি প্রতিনিধি দল। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না অভিযুক্ত তৃণমূল নেতা। তবে তাঁর অনুপস্থিতিতেই প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। যদিও তল্লাশিতে কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে চন্দন মণ্ডলের সঙ্গে গোয়েন্দা আধিকারিকদের ফোনে কথা হয়েছে এবং তিনি যথা সময়ে CBI দফতরে গিয়ে হাজিরা দেবেন বলে জানান চন্দন মণ্ডলের মেয়ে চৈতালী মণ্ডল।
+ There are no comments
Add yours