মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে একে অপরের সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ (Whatsapp Block)। সে কোনও অফিসিয়াল কাজেই হোক বা স্রেফ আড্ডা, এই অ্যাপটি যেন গোটা বিশ্বের মানুষকে টেলিফোনের স্ক্রিনে এনে হাজির করেছে। কিছু কিছু সময় দেখা যায় আমরা নির্দিষ্ট কাউকে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করতে পারছি না। আপনার পাঠানো মেসেজটিতে একটি মাত্র টিক দেখাচ্ছে। অথবা সেই ব্যক্তির প্রোফাইল ছবিটিও দেখতে পাচ্ছেন না। এ থেকে ধরে নেওয়া যেতেই পারে সেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন। কিন্তু অনেক সময় এটা সঠিকভাবে বোঝা যায় না আপনাকে ব্লক (Block) করা হয়েছে কি না। তখন কী করবেন?
কিছু বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি ব্লকড কি না।
১। প্রথমেই দেখুন যে ব্লক করেছে বলে সন্দেহ করছেন তাঁর লাস্ট সিন দেখতে পাচ্ছেন কি না। ব্লক করা হলে লাস্ট সিন দেখা যায় না।
২। যদি দেখেন সেই ব্যক্তির প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না তাহলে অনেকটাই নিশ্চিত হতে পারেন যে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছে। কিন্তু অনেক সময় তা নাও হতে পারে। সেই ব্যক্তির প্রোফাইলে কোন ছবি না থাকলে বা আপনার নম্বর তাঁর ফোনে সেভ করা না থাকলেও এমনটা হতে পারে।
৩। যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে আপনি তাঁকে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। সেটাও একবার চেষ্টা করে দেখতে পারেন।
৪। সেই ব্যক্তিকে কল করে দেখুন। চারটি পরীক্ষাতেই যদি নেতিবাচক ফল পান তাহলেই নিশ্চিত হয়ে যান যে আপনার নম্বরটি ব্লক করা হয়েছে।
+ There are no comments
Add yours