মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অভিযুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)। তদন্তে পার্থ-অর্পিতার বিশাল বেআইনি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ফলে বর্তমানে দুজনেই ইডির হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। একথা এখন সবারই জানা। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, অর্পিতা পার্থর কতটা ঘনিষ্ঠ ছিলেন? আর তারই এক প্রমাণ হিসিবে এক চাঞ্চল্যকর তথ্য এবারে উঠে এসেছে। জানা গিয়েছে, অপার শুধুমাত্র বিশাল সম্পত্তিই ছিল না, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে পুরসভা নির্বাচনে (Municipal Election) তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড় করানোর কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর পরিকল্পনা সফল হয়নি।
আরও পড়ুন: রাজসাক্ষী হচ্ছেন অর্পিতা! চার্জশিটে কী বলল ইডি?
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অর্পিতা, পার্থ চট্টোপাধ্যায়ের এতটাই কাছের ছিলেন যে, অর্পিতাকে পুরসভা নির্বাচনে কামারহাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় কে? দলের সঙ্গে কী সম্পর্ক তাঁর? যাঁকে কেউ চেনেনই না তাঁকে প্রার্থী করা হবে কেন? এতসব প্রশ্ন করেছিলেন তৃণমূলের নেতারা। বিশেষ করে বিধায়ক মদন মিত্র এবং গোপাল সাহার আপত্তিতেই পার্থর এই ইচ্ছাটি পূরণ হয়নি বলে জানা গিয়েছে।
আরও জানা গিয়েছে, অর্পিতা ও পার্থর সাক্ষাৎ নাকতলা উদয়ন সংঘের পুজোতে হয়নি। এরও আগে তাঁদের আলাপ হয়েছিল। জানা গিয়েছে, এক বস্ত্রবিপণিতে সেলস গার্লের কাজ করতেন অর্পিতা। সেখানেই পার্থ তাঁকে দেখেছিলেন। এরপর পার্থর তাঁকে পছন্দ হওয়ায় তাঁর নাম জিজ্ঞাসা করা থেকে শুরু করে ফোন নম্বরও শেয়ার করে। তারপরই দুর্গাপুজোয় পার্থ আমন্ত্রণ করেন অর্পিতাকে। এছাড়াও নিউ ব্যারাকপুরের একটি রেস্তোরাঁয় নিয়মিত যেতেন অপা, এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours