মাধ্যম নিউজ ডেস্ক: গোপনে চিনকে (China) সাহায্যের অভিযোগ উঠল দেশের বহু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থার (CA Firm) বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের নিয়ম লঙ্ঘন করে দেশের বড় বড় শহরগুলিতে ভুয়ো চিনা সংস্থা গড়ে তুলতে এই সংস্থাগুলি সাহায্য করেছে বলে সন্দেহ কেন্দ্রের। জানা গিয়েছে, এই অভিযোগে ৪০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) এবং সংস্থার সচিবদের (CS) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে কেন্দ্র।
২০২০ এর গালওয়ানে (Galwan Clash) যখন চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) হাতে ভারতের ২০ জন সেনা নিহত হন তারপর থেকেই চিনের প্রতি কঠোর হওয়া শুরু করেছে ভারত। এরপরেই চিনের একাধিক সংস্থার ওপরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ব্যান হয় একাধিক অ্যাপও। এরপর থেকে বার বারই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতির ছবি সামনে উঠে এসেছে।
আরও পড়ুন: শীর্ষ লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিনের
ভারতের নয়া নীতি লাগু হওয়ার পর থেকেই গত দুবছরে চিনা সংস্থার থেকে কোনও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) গ্রহণ করেনি ভারত সরকার। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) অনুসারে, ২০২০ সালের এপ্রিল-জুন মাসে চিন থেকে এফডিআই আসে ১৫ হাজার ৪২২ কোটি মার্কিন ডলার। এবার তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬২২ কোটি ডলারে।"
আরও পড়ুন: ২ বছর পর ভারতীয়দের জন্য কোভিড ভিসা নিষেধাজ্ঞা তুলল চিন
কেন্দ্রের এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছন যে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও সচিবদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছে কেন্দ্র। বিধি লঙ্ঘন করে দেশের প্রধান শহরগুলিতে প্রচুর পরিমাণে চিনা মালিকাধীন বেনামী সংস্থাকে দেশীয় সংস্থার তালিকায় অন্তর্ভুক্তও করা হয়েছে। কারচুপিতে চিনা সংস্থাগুলিকে সাহায্য করেছে এই অভিযুক্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থাগুলি। দেশের সরকারকে ভুল তথ্য দিয়েছে তারা। কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) গত দুমাসে তদন্ত সংস্থার কাছ থেকে খবর পাওয়ার পরই এই সিদ্ধান্তে এসেছে।
+ There are no comments
Add yours