মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তিন দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন হাওড়ার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের একই বাড়ির তিন বৌমা। তিনজনেই নিশ্চিত ছিলেন যে তাঁরাই ভোটে জিতবেন। ভোটে জিতলে এলাকার যে প্রধান সমস্যা, সেই পানীয় জল ও নিকাশির সমস্যার সমাধান করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। এলাকার মানুষেরও আশা ছিল যে তাঁদের কেউ ভোটে জিতবে। কিন্তু ফল প্রকাশ হতে দেখা গেল, তাঁরা কেউই জেতেননি। বরং জিতেছেন একজন নির্দল মহিলা প্রার্থী।
কে কোন দলে দাঁড়িয়েছিলেন (Panchayat Election 2023)?
স্থানীয় সুত্রে জানা গেছে, হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৩ নং বুথে দাঁড়িয়েছিলেন এই তিন বৌমা। তিন বৌমাই হেরে যাওয়ায় এখন বোসবাড়িতে বিষাদের সুর। তিন বৌমা কাকলি বোস, নীলিমা বোস ও পিঙ্কি বোস। তিনজনই দাঁড়িয়েছিলেন (Panchayat Election 2023) তিন দলের টিকিটে। কাকলি তৃণমূলের হয়ে, নীলিমা কংগ্রেসের টিকিটে এবং পিঙ্কি বিজেপির হয়ে। পরিবারের আশা ছিল, তিন বৌমার যেই জিতুক না কেন, আদতে জয় আসবে বোস পরিবারেই। কিন্তু শেষ রক্ষা হল না
কে কীভাবে হারলেন (Panchayat Election 2023)?
পরিবার ও স্থানীয় কিছু মানুষের আশা ভঙ্গ করে ভোটের ফলাফল (Panchayat Election 2023) প্রকাশিত হতেই দেখা গেল, প্রধান প্রধান দল থেকে দাঁড়ানো তিন বৌমার বদলে ভোটে জিতেছেন আম চিহ্নে দাঁড়ানো নির্দল প্রার্থী লতা যাদব। তিনি ২৬ ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী কাকলি বোসকে। ভোটে হেরে নিজের দলের বিরুদ্ধেই অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন কাকলি। তবে বাকিরা এই ফলাফলকে মানুষের রায় হিসাবে মাথা পেতে মেনে নিয়েছেন।
শেষ হাসি হাসলেন কে (Panchayat Election 2023) ?
স্থানীয় সুত্রে জানা গেছে, জয়ী নির্দল প্রার্থী লতা যাদব বিজেপি করতেন। বিজেপি থেকে টিকিট না পেয়ে তিনি আম চিহ্নে নির্দল হয়ে ভোটে দাঁড়ান। আর তিন বৌমাকে পিছনে ফেলে শেষ হাসি হাসেন তিনিই (Panchayat Election 2023)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours